এই মুহূর্তে জেলা

ই‌টভাটা মালিকদের প্রতিবাদ সভা চুঁচুড়ায়।

সুদীপ দাস, ১৪ সেপ্টেম্বর:- শ্রমিক মজুরী চুক্তির উপর প্রস্তাবিত ১২ শতাংশ হারে জিএসটি প্রত্যাহার করতে হবে, বর্ধিত জিএসটির হার প্রত্যাহার করতে হবে, সরকারী কোটা দরে কয়লা বিক্রি করতে হবে, সরকারী নির্মানকল্পে মাটির ইট ব্যবহার করতে হবে। এই সমস্ত দাবীদাওয়াকে সামনে রেখে অল ইন্ডিয়া ব্রিক এন্ড টাইলস ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন এবং বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন গত ১১ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টম্বর পর্যন্ত সমগ্র দেশে ইট বিক্রি বন্ধ রেখেছে।

এই দাবীগুলির ভিত্তিতেই আজ এক প্রতিবাদ সভার আয়োজন করল হুগলী ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বুধবার চুঁচুড়া ঘড়ির মোড়ে এই সভা আয়োজিত হয়। এই সভায় জেলার থাকা প্রায় ২৫০টি ইট ভাটার মালিকরা হাজির হন। গহড়ির মোড়ে দাঁড়িয়ে থেকে ভাটা মালিকরা তাঁদের দাবী-দাওয়া তুলে ধরেন। অবিলম্বে দাবী-দাওয়া পূরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেয়। প্রতিবাদ সভাস্থল থেকেই ভাটা মালিকদের এক প্রতিনিধি দল হুগলীর জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেয়।