এই মুহূর্তে কলকাতা

লভ্যাংশ থেকেই কিছুটা বিদ্যুৎ ছাড় পুজো উদ্যোক্তাদের, জানালেন বিদ্যুৎমন্ত্রী।


কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- পুজো উদ্যোক্তাদের জন্য বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে বিদ্যুৎ দফতর স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সাধারণ মানুষের ঘর থেকে নয় বিদ্যুৎ পর্ষদের লাভের টাকা থেকেই ওই বাবদ টাকা ভর্তুকি দেওয়া হবে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার জানিয়েছেন রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম পিডি সি এল গত আর্থিক বছরে ২০০ কোটি টাকা লাভ করেছে। সেই লভ্যাংশের থেকেই কিছুটা ছাড় হিসাবে দেওয়া হবে পুজো উদ্যোক্তাদের। পুজোকে কেন্দ্র করে যে বিপুল কর্ম সংস্থান সৃষ্টি হয় তাকে উৎসাহ দেওয়াই রাজ্য সরকারের নীতি। অন্যদিকে মন্ত্রী এদিন জানিয়েছেন দুর্গা পুজোর জন্য আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, ৭ অক্টোবর পর্যন্ত এই বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে। বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন তবে যদি কেউ আগে চান সেটাও দিতে বিদ্যুৎ দফতর প্রস্তুত। তিনি বলেন, লক্ষ্মী পুজো বাড়িতে হলেও বড় বারোয়ারী পুজোর আগামী ৯ ও ১০ অক্টোবর এবং কালীপুজোর জন্য ২০ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখা হবে বলেও তিনি জানান। এর জন্য কোল ইন্ডিয়া, এনটিপিসি, ডিভিসি রেল সহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বৈঠক করা হয়েছে।সি ই এস সি ও পর্ষদ মিলিয়ে এবারে পুজোর সময় ১০ হাজার তিনশো ২০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়েছে। মোট ১৫৩৬ অফিস খোলা থাকবে এবং স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় ৭০ হাজার কর্মী ঘুরিয়ে ফিরিয়ে ২৪ ঘণ্টায় দায়িত্বে থাকবেন। পুজোয় বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল থাকবে। যেকোন রকম বিদ্যুৎ সংযোগ জনিত সমস্যা মেটাতে ১৪৯০ লো টেনশন এবং ৮৭৩ হাই টেনশন লাইন মোবাইল ভ্যান নিযুক্ত করা হয়েছে। বিদ্যুৎ সম্পর্কিত কোনো সমস্যা হলে 19121 এই টোল ফ্রী নম্বর এবং কন্ট্রোল রুমের 8900793503/8900793503 এই দুটি নম্বর এ ২৪ ঘন্টা যোগাযোগ করা যাবে। পুজো কমিটি গুলি যাতে যথাযথ বিদ্যুৎ পায় এবং বিদ্যুৎ বিভ্রাট মুক্ত পুজো করা যায় সেজন্য লাইসেন্স প্রাপ্ত কন্ট্রাক্টর এর মাধ্যমে আবেদন করার প্রতি বিদ্যুৎ মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বিদ্যুৎ সংযোগের জন্য পর্ষদের পোস্ট এবং বাতিস্তম্ভ গুলি ব্যবহার করার থেকে বিরত থাকতে তিনি সমস্ত পুজো কমিটি গুলির কাছে আবেদন করেন।