হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রাজ্যে তৃণমূল শাসনকালে এযেন ঠিক উলোট পুরাণ। হাওড়ার সাঁকরাইলে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিলো বামেরা। চলছে আবির খেলা।
হাওড়ার সাঁকরাইল শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৬৪টি আসনের সবকটিতেই জয়লাভ করলো বামপন্থী প্রার্থীরা। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জয় পেয়েছে। জয়ের আনন্দে বাম কর্মীরা রাস্তায় বেরিয়ে লাল আবীর খেলায় মেতে ওঠেন।