এই মুহূর্তে জেলা

বালি পৌরসভা এলাকার বাসিন্দা যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- হাওড়ার পর এবার বালি। বালি পৌরসভা এলাকার বাসিন্দা এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে। বালিতে প্রথম ডেঙ্গুতে মৃত্যু হলো ওই যুবকের। মৃতের নাম তৌসিফ সদর (২৯)। তিনি থাকতেন জয় বিবি রোড, বেলুড় ভোটবাগান, ওয়ার্ড নং ৫৮, (পুরাতন ১৬)। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তৌসিফের মৃত্যু হয়।

গত ১ তারিখে ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রথমে ঘুসুরির জয়সোয়াল হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর গত ৩ তারিখে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে এদিন সকালে তাঁর মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুতে মৃত্যুর উল্লেখ রয়েছে।