কলকাতা, ২৮ আগস্ট:- রাজ্যে ডাক্তারির স্নাতক ও স্নাতোকত্তর উভয় স্তরেই আসন বাড়ছে। রাজ্যের দাবি মোতাবেক জাতীয় মেডিক্যাল কমিশন’ নয়া ছ’টি মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য ৬০০ এম বি বি এস আসনের মধ্যে ৫০০ আসনে ছাত্র ছাত্রী ভর্তির অনুমোদন চূড়ান্ত করে লেটার অব পারমিশন বা এল ও পি দিয়েছে বলে স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে। রাজ্যের নতুন পাঁচ মেডিক্যাল কলেজ হাসপাতাল, উলুবেড়িয়া, আরামবাগ, জলপাইগুড়ি, বারাসত এবং তমলুকে পঠন পাঠন শুরু করার অমুমোদন দেওয়া হয়েছে। তবে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তির অনুমোদন মেলেনি। স্নাতোকত্তরে এম ডি – এম এস – এর আসন ৪২ টি।
ডি এম – এম সি এইচ এর আসন বাড়ছে তিনটি। উল্লেখযোগ্য আসন বেড়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের এম ডি স্তরে আসন চারটি থেকে বেড়ে হয়েছে ১৪ টি।কলকাতা মেডিক্যালে শিশু চিকিৎসার এম ডি আসন ছিল ১২টি। তা বেড়ে ২০ টি হয়েছে। এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হেমাটোঅঙ্কোলজি বিভাগের ডি এম – এ বিভাগে তিনটি আসন বেড়েছে। ফলে রাজ্যে এম ডি – এম এস-এর আসনের সংখ্যা বেড়ে হল মোট ১৭০৩ এবং ডি এম -এম সি এইচ আসন বেড়ে হল ২০০।