এই মুহূর্তে কলকাতা

৭৫ দিনের মাথায় আগামীকাল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।

কলকাতা, ১৮ মে:- শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে । সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

প্রত্যেক বছরের মতো এবারও প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। কালই ছাত্রছাত্রীরা স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে পর্ষদ। এ বছরের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। ২৩শে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৪ঠা মার্চ। সেই হিসেবে পরীক্ষা শেষের ৭৫ দিনের মাথায় ফল ঘোষণা হতে চলেছে।