হাওড়া, ২৩ আগস্ট:- প্রতিষ্ঠা দিবসের আগে দলেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। হাওড়ায় আন্দুলের কলেজে অরূপ রায়ের প্ল্যাকার্ড ছেঁড়ার অভিযোগ উঠল দলেরই যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে। আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের সামনে মন্ত্রী অরূপ রায়ের বিশালাকার প্ল্যাকার্ড ছেঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা তৈরি হয়। আরও অভিযোগ, এর গত এক মাস আগেও এমন ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
এরপর মঙ্গলবার আবার এর পুনরাবৃত্তি ঘটলো। এদিন কলেজের সামনে এই নিয়ে প্রতিবাদ স্লোগান তোলা হলে উত্তেজনা তৈরি হয়। সাঁকরাইল থানার প্রশাসন কিছুক্ষণের মধ্যেই সেখানে ছুটে আসে। ছাত্ররা দাবি করেন সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে। এদিন পুলিশ মোতায়েন করা হয় কলেজের সামনে।