কলকাতা, ২৩ আগস্ট:- এস এস সি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার সমস্ত স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বিধানসভায় আজ পরিষদীয় বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপাতত পার্থ বাবু জেলে আছেন। ফলে কমিটির কোনও বৈঠকে তিনি থাকতে পারবেন না। তাই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর থেকেই লাগাতার তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর।
মন্ত্রিত্ব, দলের সমস্ত পদ কেড়ে নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। এ যাবৎ পার্থর জন্যই বরাদ্দ মহাসচিব পদটিও তুলে দেওয়া হয়েছে। তাতেই নয়া সংযোজন, বিধানসভার কমিটি থেকে পার্থর বাদ পড়া। বিধানসভার নির্বাচিত বিধায়কদের ন্যূনতম দু’টি করে কমিটিতে রাখাই নিয়ম, সেগুলি হল, বিধানসভার কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি। সমস্ত বিধায়কদের এই দুই কমিটিতে যুক্ত করা হয়। এর মাধ্যমেই ভাতা পান তাঁরা। মন্ত্রিত্ব চলে গেলেও, বিধায়ক হিসেবে ওই কমিটিতে পার্থর থেকে যাওয়া আইনসম্মতই। কিন্তু পরিষদীয় দলের বৈঠকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।