এই মুহূর্তে জেলা

কলকাতার ধাঁচে নতুন তৃণমূলের পোস্টার এবার হুগলিতে।


সুদীপ দাস, ২১ আগস্ট:- কলকাতার ধাঁচে নতুন তৃণমূলের পোস্টার এবার হুগলীতে। হুগলীর পোলবা থানার চৌতারা এলাকায় রবিবার নতুন তৃণমূলের পোস্টার দেখে উত্তেজনার সৃষ্টি হয়। পোস্টারে লেখা আগামী ছয় মাসের মধ্যে নতুন তৃণমূল আসবে। ঠিক যেমন সাধারন মানুষ চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত সেই পোস্টারকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। তবে এই পোস্টারে আরও একটি কথা লাল রং দিয়ে লেখা তা হল ভারত মাতা কি জয়।

বিজেপির হুগলী সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক সুরেশ সাউ বলেন সব পুরনো তৃণমূল। আসলে বর্তমানে তৃণমূল নেতাদের ঘরের দেওয়ালে টোকা দিলে টাকা বের হচ্ছে। সেদিক থেকে নজর ঘোরাতেই এই পোস্টার মারা হচ্ছে। অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন বিজেপি-কংগ্রেস-সিপিএম জয়েন্ট ভেঞ্চার চালাচ্ছে। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। আর পোস্টারে লেখা রয়েছে ভারত মাতা কি জয়। যেটা কারা বলে তা সকলে জানে। তৃণমূল বলে জয় বাংলা।