এই মুহূর্তে জেলা

হাওড়ার যুবকের মৃত্যু ডেঙ্গুতেই, জানালেন হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর প্রধান।

হাওড়া, ২০ আগস্ট:- হাওড়া পুর এলাকায় জ্বরের উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে সংক্রমণের কারণেই। তাঁর প্লেটলেট মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছিল। এর সঙ্গে তাঁর নিউরোলজিকাল সমস্যাও ছিল। শনিবার সকালে হাওড়ায় ৪৯ নম্বর ওয়ার্ডের আক্রান্ত এলাকায় যান হাওড়ার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ডেঙ্গুতে মৃত মিলন রীতের (২২) পরিবার সহ এলাকার মানুষের সঙ্গে তিনি কথা বলেন। ডেঙ্গু সতর্কতা এবং এর মোকাবিলায় যা যা করা দরকার পুরসভা তা করছে বলেও আশ্বাস দেন তিনি।

জানা গেছে, হাওড়া পুরসভার ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর শিয়ালডাঙ্গায় আরও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন হাওড়া জেলা হাসপাতালে এবং একজন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রসঙ্গত, মৃত মিলন রীত গত ১৪ আগস্ট জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। পরদিন তাঁর মৃত্যু হয়। হাওড়া পুরসভা সূত্রের খবর, গত তিন সপ্তাহে উত্তর হাওড়ার কিছু নির্দিষ্ট এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে। এছাড়াও আরও অন্য কিছু এলাকা থেকেও ডেঙ্গু আক্রান্তের কেস আসছে। পুরসভার দাবি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।