এই মুহূর্তে কলকাতা

মন্ত্রীসভার সমস্ত সদস্যদের সতর্কভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের এবার সুনির্দিষ্ট কাজ দেওয়া হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এতদিন রাজ্য মন্ত্রিসভার প্রতিমন্ত্রীদের নির্দিষ্ট কোনো দায়িত্ব থাকত না। ফলে পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করলেও তাঁরা নির্দিষ্ট কোনও কাজের সুযোগ পেতেন না।

এবার থেকে মুখ্যমন্ত্রীর দফতর থেকেই তাঁদের মধ্যে দফতর সংক্রান্ত কাজের দায়িত্ব বন্টন করে দেওয়া হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ নতুন মন্ত্রীদের পাশাপাশি মন্ত্রিসভার সমস্ত সদস্যদের সতর্কভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যে কোন ফাইল সই করার আগে তা আগে ভালোভাবে পড়ে দেখতে হবে বলে মুখ্যমন্ত্রীর সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।