এই মুহূর্তে কলকাতা

শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষকের আত্মঘাতীর ঘটনায় তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের।

কলকাতা, ১৭ আগস্ট:- শিক্ষা রত্ন প্রাপ্ত ওই শিক্ষকের আত্মঘাতী হওয়ার ঘটনায় শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জানিয়েছেন ওই শিক্ষকের পেনশন সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে দফতরের বিশেষ সচিবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান ২০১৯ সালে অবসর নিলেও ওই শিক্ষকের বিরুদ্ধে ভিজিলেন্স বিভাগের তদন্ত চলায় পেনশন চালু করা যায়নি। তবে তাঁকে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে অন্তর্বর্তী পেনশন দেওয়া হচ্ছিল। তাঁর আত্মঘাতী হওয়ার পিছনে দফতরের কারও ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।