এই মুহূর্তে জেলা

কু কু ঝিকঝিক যাত্রা পথে এবার লোকালের যাত্রীদের বাড়তি পাওনা টিভি পরিষেবা।

হাওড়া, ২৫ জুলাই:- যাত্রাপথে যাত্রীদের একঘেয়েমি কাটাতে আজ থেকেই লোকাল ট্রেনে মিলছে টিভি পরিষেবা। হাওড়া স্টেশনে পরিষেবার সূচনা। ব্যান্ডেল লোকাল দিয়ে শুরু হলো নতুন পরিষেবা। খুশি যাত্রীরাও। লোকাল ট্রেনে যাত্রাপথের একঘেয়েমি কাটাতে পরিকাঠামো বদলে আরও আধুনিক হলো রেল। আজ সোমবার সকাল থেকেই টিভি দেখতে দেখতে গন্তব্যে যাত্রা করবেন যাত্রীরা। টিভি দেখার সুযোগ পাবেন প্রত্যেক যাত্রী। সোমবার থেকে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে চালু হলো এই ট্রেন ইনফোটেনমেন্ট।

ট্রেন যাত্রীদের জন্য আজ থেকে এটাই সুখবর। এবার লোকাল ট্রেনে চড়লেই টিভি দেখার সুযোগ মিলছে ট্রেন যাত্রীদের। সেখানে যেমন রেল সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুবিধা মিলবে। পাওয়া যাবে রেলের গুরুত্বপূর্ণ তথ্যও। এদিন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এলইডি টিভি স্ক্রিন লাগানো ইএমইউ লোকালের প্রথম যাত্রার ফ্ল্যাগ অফ করা হয়। এই নতুন প্রকল্পের সূচনা পর্বে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় হাওড়া স্টেশনে।