এই মুহূর্তে জেলা

টুলু পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। হাওড়ায় চাঞ্চল্য।


হাওড়া, ২৫ জুলাই:- কনস্ট্রাকশন সাইটে কাজ শুরু হওয়ার আগে ফাউন্ডেশনের কাজ চলছিল। সেই সময় টুলু পাম্পে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার মহেন্দ্র ভট্টাচার্য রোডে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম সরফুদ্দিন শেখ। বয়স ২৩ বছর। বাড়ি ঝাড়খন্ডে। লোহার রড দিয়ে ফাউন্ডেশনের কাজ করছিলেন সরফুদ্দিন। আচমকাই টুলু পাম্পে কোনওভাবে তিনি বিদ্যুৎপৃষ্ট হন।

এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি নিছকই দুর্ঘটনা। তবে কিভাবে তিনি বিদ্যুৎপৃষ্ট হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। বৃষ্টির মধ্যে কাজ করার সময় ওই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সাইটে কর্মরত অন্যান্য শ্রমিকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।