হওড়া, ২১ জুলাই:- আজ ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা ট্রেন পথে আসতে শুরু করেছেন হাওড়া স্টেশনে। সকালেই নবদ্বীপ ব্লক থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল আসে হাওড়া স্টেশনে। এরপর এখান থেকে তাঁরা কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন।
হাওড়া স্টেশনের বাইরেই খোলা হয়েছে দলের ক্যাম্প অফিস। খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। আগত কর্মীদের কলকাতার সমাবেশ স্থলে যেতে সহায়তা করছেন দলের স্বেচ্ছাসেবকরা। ট্রেন পথে হাওড়া স্টেশনে এসে কর্মী সমর্থকেরা ফেরিঘাট থেকে লঞ্চে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। হাওড়া স্টেশনের ফেরিঘাটেও মানুষের ভীড় চোখে পড়ছে।