এই মুহূর্তে জেলা

বেপরোয়া লরির ধাক্কা পরপর দুটি বাইকে।একজনের মৃত্যুর আশঙ্কা।


হওড়া, ১৪ জুলাই:- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার লিলুয়ায় কোনা হাইরোডে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, লরিটি আচমকাই বেপরোয়াভাবে ছুটে এসে পরপর দুটি বাইককে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মোট চারজন বাইক আরোহী জখম হন। এদের মধ্যে দুজন বাইক আরোহীর আঘাত গুরুতর।

তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহতদের মধ্যে হাওড়ার পাঁচলা বিডিও অফিসের এক কর্মীও রয়েছেন। তবে তাঁর আঘাত গুরতর নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘাতক লরির চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।