এই মুহূর্তে কলকাতা

আগামী দুদিন রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা, ১২ জুলাই:- ওড়িশা উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও পূর্ণিমার কোটালের জেরে আগামী কাল ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলবর্তী এলাকা গুলিতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাষ দেওয়া হয়েছে।এর ফলে সমুদ্রে জলোচ্ছ্বাস তৈরির আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।মৎস্য দফতরের পক্ষ থেকে আজ বিকেলের মধ্যে সব ট্রলার সহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল ও বৃহস্পতিবার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগরের মৎস্য বন্দরগুলিতে মাইক প্রচার চলছে।