হাওড়া, ৭ জুলাই:- হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছিল আগেই। নতুন করে সংস্কারের পর পুনরায় খোলা হচ্ছে হাওড়ার ঐতিহ্যবাহী টাউন হল। ১১ জুলাই এর উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি সহ বিধায়করাও। সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার একথা জানান হাওড়ার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।
জানা গেছে, হাওড়ার হেরিটেজ টাউন হল ১৮৮৩ সালে তৈরি হয়েছিল। বহু ইতিহাসের সাক্ষী এই টাউন হল। গত ২০০৩ সালে রক্ষনাবেক্ষনের অভাবে এই টাউন হলটি ভেঙে পড়েছিল। পরে সেটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। এই ভবনের সংস্কারের পর আগামী ১১ জুলাই ফের খুলতে চলছে টাউন হল। সেদিন মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের পর এক শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয়েছে।