এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর বাড়িতে বহিরাগতের প্রবেশের ঘটনায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব সরকারের।


কলকাতা, ৪ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে আগন্তুকের প্রবেশ ও রাতভর লুকিয়ে থাকার ঘটনায় রাজ্য সরকার প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিজি সিকিউরিটি বিবেক সহায়ের কাছ থেকে ওই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। গতকালের ওই ঘটনার প্রেক্ষিতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ স্বরাষ্ট্র সচিব ভগবতি প্রসাদ গোপালিকা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিজি সিকিউরিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে খবর। পুরো বিষয়টি খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে ঘটনার রিপোর্ট জমা দিতে তিনি নির্দেশ দেন।