এই মুহূর্তে জেলা

তিন মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে প্রদেশ কংগ্রেসের ডাকে হাওড়ায় সিইএসসি অফিসে ডেপুটেশন কর্মসূচি।

হাওড়া, ৮ জুন:- রলকডাউন পরিস্থিতিতে গ্রাহকদের তিন মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে সোমবার সকালে হাওড়ায় সিইএসসির আঞ্চলিক অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল হাওড়া জেলা কংগ্রেস। এদিন সকালে বিক্ষোভ কর্মসূচির পর প্রদেশ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সিইএসসি কর্তৃপক্ষকে কয়েক দফা দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। এদিনের কর্মসূচি নিয়ে দলের হাওড়া জেলা সভাপতি সুনীল আদক বলেন, করোনার প্রভাব পড়েছে সর্বস্তরের মানুষের উপর। এর ফলে অর্থনৈতিকভাবে মানুষ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তাই গ্রাহকদের যাতে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করা হয় তার জন্য সিএসসির কাছে হাওড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ স্মারকলিপি দেওয়া হল।

শুধুমাত্র সব শ্রেণীর মানুষের উপর থেকে তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিই নয়, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রেও বিদ্যুৎ বিল মকুবের আওতায় আনতে হবে এটাও আমাদের দাবি। উল্লেখ্য, এদিন প্রদেশ কংগ্রেসের ডাকে জেলার CESC অফিসে ডেপুটেশন কর্মসূচির অংশ হিসেবে হাওড়া জেলা কংগ্রেস সভাপতি সুনীল আদকের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দাখিল করে। তিন দফা দাবীপত্র এদিন দেওয়া হয়। যার মূল দাবি ছিল গত তিনমাসের সমস্ত বিদ্যুতের বিল মকুব করতে হবে এবং হাওড়ার ছোট ও মাঝারি কারখানার বিদ্যুত বিল মকুব করতে হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলার কার্যকরী সভাপতি পার্থসারথি ভৌমিক, সাধারণ সম্পাদকমন্ডলীর সদস্য প্রতীক ঘোষ, দেবকমল চক্রবর্তী, শুভ্রজ্যোতি দাস, সোমনাথ চ্যাটার্জি, নীরজ উপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।