এই মুহূর্তে জেলা

রাস্তায় ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলায় এবারও রথের রশিতে টান পড়লো না হাওড়ার ওলাবিবিতলায়।

হাওড়া, ১ জুলাই:- করোনা বিধি কাটিয়ে উঠলেও রাস্তায় ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলায় এবারও রথের রশিতে টান পড়লো না হাওড়ার ওলাবিবিতলায়। এর আগে টানা দু’বছর করোনা বিধির কারণে রথের শোভাযাত্রা বের হয়নি। এবার করোনার চোখ রাঙানি না থাকলেও ভূ-গর্ভস্থ পাইপ লাইন বসানোর কাজের জন্য খানাখন্দভরা রাস্তায় রথের রশিতে এবার টান দেওয়া যায়নি। তবে, হাওড়া ওলাবিবিতলার রায়বাড়ির রথযাত্রা উপলক্ষে শুক্রবার রথের দিন প্রতিবারের মতো প্রভু জগন্নাথদেবের পুজোর আয়োজন করেছেন ওলাবিবিতলার পল্লীবাসীরা।

ওলাবিবিতলা পল্লীবাসীবৃন্দের তরফে অশোক মুখোপাধ্যায় বলেন, রায়বাড়ির প্রতিষ্ঠিত মন্দিরে প্রভু জগন্নাথদেবের সকাল-সন্ধ্যা নিত্য পূজা হয়। এবং রথযাত্রার দিন প্রতি বছর রথ বের করা হয়। এবার সেই নিয়ম পরিবর্তন হয়েছে। রথ রাজপথে পরিক্রমা করছে না। তবে মহাপ্রভুর পুজোর সবরকম আয়োজন করা হয়েছে। শুধু এলাকার মানুষ নয়, এলাকার বাইরের দূর-দূরান্তের বহু মানুষ এখানে আসেন। এই উৎসবে অংশ নেন। সেই রীতিই চলে আসছে। পুরীর নিয়ম মেনেই স্নানযাত্রার দিন রাত্রি থেকে টানা ১৫ দিন মন্দির বন্ধ থাকে। রথের আগের দিন মন্দির খুলে প্রভুর নব যৌবন দর্শন হয়। এই নিয়ম আজও চলে আসছে।