জেলা এই মুহূর্তে

বালি এলাকাতেও আজ থেকে পুরোপুরি নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারি ব্যাগ।


হাওড়া, ১ জুলাই:- বালি পুর এলাকাতেও আজ ১ জুলাই থেকে পুরোপুরি নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারি ব্যাগ। বালির বিভিন্ন বাজারে অভিযান চালালেন পুর আধিকারিকরা। আইন ভাঙলেই বিক্রেতা ক্রেতা উভয়ের থেকে নেওয়া হলো জরিমানা। ১লা জুলাই শুক্রবার সকাল থেকে হাওড়া বালি পুরসভা এলাকায় প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। বিক্রেতা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা করা হয় এদিন। ক্রেতা ব্যবহার করলে ৫০ টাকা জরিমানা করা হয়। এদিন বালি পুরসভার আধিকারিকরা বালির তিনটি বাজারে হানা দেন।

শুরুতেই বালি বাজারে একটি মিষ্টির দোকানে ক্রেতা বিক্রেতা উভয়কেই জরিমানা করা হয়। বালি বাজার, বালির হপ্তা বাজার এবং বেলুড় বাজারে বালি পুরসভার আধিকারিকরা হানা দেন। সকলকে সচেতন করা হয়। প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে একটি ট্যাবলোতে সচেতন বার্তা নিয়ে বাজারে বাজারে প্রচার হয়। প্লাস্টিক ব্যবহারকারীদের অধিকাংশেরই দাবি যেখানে ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে আগে সেখানে বন্ধ করা হোক। আধিকারিকরা জানান সব দিকটাই নজর রাখা হচ্ছে। কার্যত এদিন থেকেই প্লাস্টিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হলো হাওড়া শহরে।