এই মুহূর্তে কলকাতা

বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিল ৮ ই জুলাই পেশ হতে চলেছে বিধানসভায়।

কলকাতা, ২৮ জুন:- রাজ্যে বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিলটি আগামী ৮ ই জুলাই বিধানসভায় পেশ করা হতে চলেছে। বিধানসভা ভবনে আজ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা ঘোষনা করেন। রাজ্য বাজেট পেশের পরের দিনই এই বিল পেশ করা হবে। পার্থবাবু জানান, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী ২ জুলাই শুরু হচ্ছে। প্রথা মাফিক ওইদিন রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। ৫ ও ৬ তারিখ রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক হবে। এর পর ৭ তারিখ দুপুর দুটোয় তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বিধানসভায় পেশ করা হবে। এরপর ৮ তারিখ বিধান পরিষদ তৈরি সংক্রান্ত বিলটি নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা।

এদিকে রাজ্য বিধানসভা ভবনে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্য সর্বদলীয় বৈঠক বসে। তৃণমূল কংগ্রেসের তরফে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, সন্ধ্যারানি টুডু, পার্থ ভৌমিক-প্রমূখ বৈঠকে উপস্থিত ছিলেন। বিজেপির তরফে উপস্থিত ছিলেন দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, সুদীপ মুখোপাধ্যায়, মিহির গোস্বামী, অম্বিকা রায়, বিমান ঘোষ, অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডলরা। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বৈঠকে যোগ দেননি। বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার একমাত্র নির্বাচিত প্রতিনিধি নওশাদ সিদ্দিকীও অধ্যক্ষের ডাকা সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন। সর্বদল বৈঠক এ অধ্যক্ষ সুচারুরূপে অধিবেশন পরিচালনার জন্য সহায়তা চেয়ে সব পক্ষের কাছে আবেদন জানান।