এই মুহূর্তে জেলা

কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাই এর ঘটনায় পুলিশের জালে ধরা পড়লো দুই ছিনতাইকারী।

হাওড়া, ২৯ জুন:- মোবাইল ছিনতাই করে পালিয়েও রেহাই মিলল না। শেষপর্যন্ত নেশামুক্তি কেন্দ্র লুকিয়ে থাকা দুই ছিনতাইকারীকে গ্রেফতার করল মালিপাঁচঘড়া থানার পুলিশ। গত ১২ জুন হাওড়ার বামুনগাছি এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। বাড়ি আসার পথে শ্রুতি সিং নামের ওই তরুণীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পিছন দিক থেকে বাইকে করে আসা দুই ছিনতাইকারী। এরপর পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে চিহ্নিত করার চেষ্টা করে। কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়ে খোঁজাখুঁজি শুরু করলেও কয়েকদিন ধরে তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত পুলিশ গোপন সূত্রে জানতে পারে ছিনতাইকারী দুই যুবক নিজেদের লুকিয়ে রাখতে আত্মগোপন করে রয়েছে হাওড়া ডোমজুড় এবং লিলুয়ার দুটি পৃথক নেশামুক্তি কেন্দ্রে।

এরপরই পুলিশ ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করে এবং সেখান থেকে ওই দুই যুবককে হাতেনাতে ধরা হয়। এরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে। ওই ছাত্রীর চুরি যাওয়া মোবাইল ফোনটিও পুলিশ উদ্ধার করেছে। এবং যে মোটরবাইকে করে তারা মোবাইল ছিনতাই করেছিল সেই মোটরবাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। হাওড়ার সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং বুধবার এক সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃত দুই যুবককে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। এরপূর্বে আর কোনও অপরাধমূলক কোনো ঘটনায় এরা যুক্ত ছিল কিনা তাও খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।