কলকাতা, ২০ জুন:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীতে নিয়োগের প্রকল্প অগ্নিপথের তীব্র বিরোধিতা করেছেন। বিধানসভার ভাষণে তিনি বলেন, অগ্নিপথ করে বিজেপির ক্যাডার তৈরির চেষ্টা হচ্ছে। এটা করে বিজেপি গুন্ডা তৈরি করতে চাইছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।মমতা বলেন, অগ্নিপথ করে সারা দেশে আগুন লাগাচ্ছে। এটা বিজেপির ক্যাডার তৈরি চেষ্টা। সেনা প্রশিক্ষণ নয়, অস্ত্র প্রশিক্ষণ। দেশকে রক্ষা করার জায়গায় বিজেপির কিছু গুন্ডা তৈরি করার চেষ্টা চলছে।এটা বিরাট বড় স্ক্যাম।এরাই ভোট লুট করতে সাহায্য করবে। পার্টি অফিসে পাহারা দেবে। বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে। নাম না করে তিনি বলেন, কিছু শাখা সংগঠন এসব করে। তার পরই তিনি বলেন, ছাত্র-যুবদের চাকরি দাও। মাথায় তুলে রাখব। মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা।
এরপর বিরোধী দল কক্ষ ত্যাগ করে।বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাষণ ‘অসভ্য, কুৎসিত’। শুভেন্দুর দাবি, ভারতীয় সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে সোমবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিদ্বেষমূলক রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে হইহট্টগোল বাধায় বিজেপি। মুখ্যমন্ত্রী যখন বলতে ওঠেন, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হইচই বাধিয়ে দেয় বিজেপি। মুখ্যমন্ত্রীর বলার মধ্যেই বিজেপি সদস্যরা চিৎকার চেঁচামেচি করতে করতে বিধানসভার ওয়েলে নেমে পড়েন। তার পর সভাকক্ষ ত্যাগ করে বেরিয়ে যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ধর্মের সঙ্গে ইতিহাসের একটা যোগ থাকে। কিন্তু আজকের দিনের রাজনীতি বিদ্বেষমূলক রাজনীতি।