কলকাতা, ১৭ জুন:- সংশোধিত নাগরিকত্ব আইন- সি এ এ কার্যকর না হলে উদ্বাস্তুদের কাছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট চাইতে যেতে পারবেন না বলে মন্তব্য করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বৃহস্পতিবার বিধানসভার কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী আইনের ওপর আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “২০১৯ সালে বিজেপি সরকার সিএ বিল (নাগরিকত্ব বিল) পাশ করেছে।
কিন্তু তিন বছর হয়ে গেল, এখনও সেই আইন কার্যকর করা হয়নি। যেই কারণে রাজ্যের উদ্বাস্তুরা ক্ষুব্ধ।” এরপরেই অসীম বলেছেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর না হলে উদ্বাস্তুরা আর বিজেপির পাশে থাকবে না। আর আমিও উদ্বাস্তুদের কাছে ভোট চাইতে পারব না।”