এই মুহূর্তে কলকাতা

সাম্প্রতিক চলা হাওড়ার ঘটনায় এখনো পর্যন্ত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কলকাতা, ১৩ জুন:- পয়গম্বর হজরত মহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সম্পত্তি হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চলা হিংসাত্মক ঘটনায় এ পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৪২টি মামলা দায়ের হয়েছে বলে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন। এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, যারা রাস্তা অবরোধ, অগ্নি সংযোগ, রেল ও সড়ক অবরোধ, ভাঙচুর করে রাজ্যে শান্তি বিঘ্নিত করেছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।

এই ঘটনায় যুক্ত কাউকে রেয়াত করা হবে না। এমন ভাবেই চার্জশিট দেওয়া হবে যাতে কঠিনতম শাস্তি তারা পায়।তিনি আরও বলেন, ছোট থেকে ছোটতর ঘটনাতেও পুলিশ খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নিয়েছে। জাভেদ শামিম জানিয়েছেন, বিভিন্ন জায়গায় অশান্তি হলেও এর ফলে কারও মৃত্যু বা গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেনি।হাওড়ায় আজ থেকে ইন্টারনেট পরিষেবা চালু হলেও মুর্শিদাদের বিভিন্ন এলাকা সহ নাকাশিপাড়ার মত অঞ্চলে আপাতত ইন্টারনেট বন্ধ থাকবে এবং ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে তিনি জানান।