এই মুহূর্তে কলকাতা

সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন রাজ্যের।

কলকাতা, ১১ জুন:- হাওড়া জেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক উত্তেজনা প্রবণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন করেছে। দুই এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ১০ জনের শীর্ষ আধিকারিককে নিয়ে ওই বিশেষ দল গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে। ওই ১০ জন শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন। এডিজি ও আইজি নীরজ কুমার সিং ও নিশাথ পারভেজ হাওড়ায় পুলিশি ব্যবস্থা পর্যালোচনাকারি ওই দলের নেতৃত্ব দেবেন।

এছাড়া ওই দলে থাকছেন ডিআইডি সিআইডি (অপারেশন) মীরাজ খালিদ, ডিআইজি (সীমান্ত) আইবি সুমনজিৎ রায়, আইপিএস অঞ্জলি সিং, এসপি সিআইএফ হোসেন মেহেদি রহমান ও আইপিএস অজিত সিং যাদব। হাওড়া গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন এডিজি ইবি অজয় কুমার। তাঁর সঙ্গে থাকবেন ডিআইজি সিআইডি (স্পেশাল) কল্যাণ মুখোপাধ্যায়, ডিআইজি (এপি) দুর্গাপুর ফারহাত আব্বাস, আইপিএস চন্দ্রশেখর বর্ধন ও আইপিএস অনামিত্র দাস।