এই মুহূর্তে জেলা

পার্কসার্কাস গুলি-কান্ডঃ রিমার হাওড়ার বাড়িতে শোকস্তব্ধ পরিবার।


হাওড়া, ১০ জুন:- কলকাতার পার্কসার্কাসে শুক্রবার ভরদুপুরে গুলি-কাণ্ডে নিহত তরুণী রিমা সিংহের বাড়ি হাওড়ার দাসনগরে। রিমা সিংহের বাড়িতেও এখন কার্যতই শোকের পরিবেশ। শোকস্তব্ধ গোটা পরিবার। বাড়িতে একমাত্র রোজগেরে ছিল সে। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আর্টস নিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছিল রিমা। ছোট ভাই রয়েছে তার। বাবার কারখানা গত কয়েক বছর ধরে বন্ধ। অভাবের সংসার। ভাড়া বাড়িতেই তারা থাকে। এই অবস্থায় রিমা ফিজিওথেরাপি ট্রেনিং নিতে যাচ্ছিলেন অ্যাপ নির্ভর বাইকে করে।

তখনই আচমকা পার্কসার্কাসের কাছে ঘটে ওই ঘটনা। পুলিশ কনস্টেবলের এলোপাতাড়ি গুলিতে মারা যান রিমা। তাঁর মা জানিয়েছেন, রিমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। ছেলের বাবার মৃত্যু হয়েছিল। কালা অশৌচ কাটিয়েই তাদের বিয়ে হবে স্থির হয়েছিল। তার বিয়ের পাকা কথা চলছিল। এদিনই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। শুধু গোটা পরিবারের নয় এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই হবু বর এদিন ঘটনার খবর পেয়ে হাওড়া দাসনগরের বাড়িতে ছুটে আসেন। কার্যত সকলেই কান্নায় ভেঙে পড়েছেন এই ঘটনায়।