হাওড়া, ২৩ মে:- হাওড়া জুটমিলের বর্তমান অচলাবস্থা কাটাতে মালিকপক্ষ এবং সিইএসসি কর্তৃপক্ষকে বসিয়ে আলোচনা চান তাঁরা। সোমবার হাওড়ায় একথা জানান রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বেচারাম মান্না। হাওড়া জুটমিলের অচলাবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বেচারাম মান্না বলেন, “এই অচলাবস্থা কাটাতে এবং সমস্যা সমাধানের জন্য আমরা মিল মালিককে এবং সিইএসসি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে কথা বলার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার জুটের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল। যার ফলে গত সেপ্টেম্বর মাস থেকে জুট শিল্পে সঙ্কট চলছিল। পরে দেরিতে হলেও যেহেতু তারা জুটের উর্ধ্বসীমা তুলে নিয়েছে তাই আশা করছি খুব তাড়াতাড়ি এই সঙ্কট কেটে যাবে।”
এদিন রাজ্য সরকারের শ্রমদপ্তরের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের প্রাপ্য সুবিধার্থে হাওড়া পুরনিগমের কেন্দ্রীয় কার্যালয় ভবনে নবনির্মিত ‘শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র’ এবং ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ও যুবশ্রী সহায়তা কেন্দ্র’ এই দুটি’র শুভ উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বেচারাম মান্না। উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নন্দিতা চৌধুরী, এডিএম (উন্নয়ন) রজত নন্দা, শ্রম অধিকর্তা অমর নাথ মল্লিক, হাওড়া পুরসভার প্রশাসক পর্ষদের সভাপতি সুজয় চক্রবর্তী, হাওড়া পুরনিগমের কমিশনার ধবল জৈন, প্রশাসক পর্ষদের উপ প্রশাসক সৈকত চৌধুরী, দেবাংশু দাস সহ অন্যান্য বিশিষ্টরা।