কলকাতা, ১৮ মে:- হাওড়ায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে জেলা স্কুল পরিদর্শককে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যরা। বুধবার বিকেলে হাওড়ার অফিসে জেলা স্কুল পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা। মূলত স্কুলে ভর্তির জন্য সরকার নির্ধারিত ফি এর থেকে বেশি ফি সংগ্রহ করা ছাড়াও মিডডে মিলের খাবারের মান নিয়ে অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ, বারে বারে অভিযোগ জানালেও কোন ফল হয়নি।
এদিন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে জেলা স্কুল পরিদর্শক অজয় কুমার পাল বলেন, তিনি প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, বিষয়গুলি তিনি তাঁর উচ্চ আধিকারিকদেরও জানিয়েছেন। কিছু ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সমস্যার সমাধান করতে কিছুটা সময় লাগলেও মিডডে মিলের সমস্যাও মিটিয়ে দিয়েছেন তিনি।