হুগলি, ৯ মে:- হুগলি জেলার গঙ্গা তীরবর্তী ঐতিহাসিক শহর শ্রীরামপুর, এই শ্রীরামপুরেই রয়েছেক য়েকশো বছরের নানা একধিক প্রাচীন স্থাপত্য। এর মধ্যে শ্রীরামপুর কলেজ, ডেনিস ট্রভেন, ওলাভ চার্চ, উইলিয়াম কেরি মিউজিয়াম, ডেনিস গভর্নর হাউস সহ একাধিক হেরিটেজ বিল্ডিং।সরকারি উদ্যোগে এর মধ্যে বেশিরভাগই রক্ষনাবেক্ষন করা হয়েছে, এই সব হেরিটেজ বিল্ডিং গুলিকে এবার ট্যুরিস্টদের কাছে সহজেই পৌছবার লক্ষে এবং এই দষ্ট্রব্য স্থানগুলিকে চাক্ষুষ করার উদ্যেশ্য শ্রীরামপুর মহকুমাশাসকেরও ব্যাবস্থাপনায় ও শ্রী র উদ্যোগে রবিঠাকুরের জন্মদিনের সকালে একটি হেরিটেজ সাইকেল ট্যুর করা হলো।
ও এদিন সকালে মহকুমা শাসক, চন্দননগর কমিশনারেটের একাধিক কর্তা ব্যাক্তি, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধানও সহ সমাজে বিশিষ্ট জনেরা সাইকেল চালিয়ে এই সব ঐতিহাসিক স্থান গুলি ঘুরে দেখলেন। মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী জানান এই সব স্থাপত্য গুলির ট্যুরিষ্টদের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ, এর সুচনা হলো, এবার থেকে প্রতি রবিবার ট্যুরিস্ট দের দেখানো হবে এগুলি, সাইকেলে করে ঘুরে দেখার উদ্দেশ্যে এর জন্য সরকারি ভাবে সাইকেল কেনা হচ্ছে, এবং স্থাপত্য গুলি ঐতিহাসিক তাৎপর্য জানাতে ইতিমধ্যেই গাইডদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।