হাওড়া, ৪ মে:- ক্লাবের দাবিমতো চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। যদিও ক্লাব কর্তৃপক্ষ চাঁদা চাওয়া অথবা হামলার কথা অস্বীকার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ঈদ উপলক্ষে রাতে জগৎবল্লভপুরের মুন্সিরহাটে স্থানীয় ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবার পর যখন ক্লাবের সদস্যরা খেতে যান সেই সময় কুড়ি পঁচিশ জন হাতে লোহার রড, লাঠি এবং অস্ত্র নিয়ে স্থানীয় ব্যবসায়ী শেখ ইসমাইলের বাড়িতে চড়াও হন। ওই বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ। বেশ কয়েকজন পাঁচিল টপকে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
আক্রান্ত শেখ ইসমাইল জানিয়েছেন, তার বাড়ি ভাঙচুরের পাশাপাশি দুই থেকে তিনটি বাইক এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর চালানো হয়। এমনকি তাদের কি প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরা বন্দি হয়। তার আরো অভিযোগ ক্লাবের দাবিমতো ১৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় তাদের বাড়িতে হামলা হয়েছে। ওই ব্যবসায়ী পরে জগৎবল্লভপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে ওই ব্যবসায়ীর পরিবার লিখিতভাবে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারা জানিয়েছেন গোটা পরিবার আতঙ্কে রয়েছেন। এদিকে ওই ক্লাবের সেক্রেটারি দাবি করেন তারা কোন হামলা চালাননি। এবং ওই পরিবারের কাছেও থেকেও কোনও চাঁদা চাওয়া হয়নি। এদিকে পুলিশ জানিয়েছে তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পেছনে চাঁদার জুলুম নাকি পারিবারিক কোনও গন্ডগোল আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।