এই মুহূর্তে জেলা

হুগলি সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বে চুঁচুড়ায় শোক মিছিল।

হুগলি , ১৮ জুন:- করোনা কালের মধ্যে বেস কিছু দিন ধরে লাদাখের সিমান্তে ভারত এবং চিনের মধ্যে যে সংঘর্ষ চলছিল তা গতকাল চরম আকার ধারন করেছে দু পক্ষের সংঘর্ষে মধ্যে ভারতের প্রায় ২০ জন সেনা শহীদ হয়েছে যার ফলে ক্ষোভে ফুসছে সারা দেশ এবং তার সঙ্গে জ্বলছে মনের মধ্যে প্রতিষোধের আগুন। এবং সেই ক্ষোভই আজ দেখা গেলো হুগলি জেলার চুঁচুড়া শহরে। এদিন সন্ধ্যা ৬টা নাগাত হুগলি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বে প্রায় ৩০০ জন কার্যকর্তা নিয়ে পিপুলপাঁতি মোরে হইতে চুঁচুড়া ঘড়ির মোর পর্যন্ত শোক মিছিল করে। উপস্তিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী রাজ্য নেতা স্বপন পাল সহ সভাপতি কল্যান বোলেল সম্পাদক রাজীব নাগ সহ অন্যান্ন নেতৃবৃন্দ। মিছিল শেষে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়ে গৌতম বাবু বলেন চিনের এই নক্কার জনক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং ভারত সরকারের কাছে আবেদন চিনকে যেনো যগ্য জাবাব দেওয়া হয়।। তার সাথে চিনা দ্রব্য বয়কোট করে ভারতীয় দ্রব্য সামগ্রী গ্রহন করার অাবেদন জানায় হুগলি জেলার সাধারন মানুষের কাছে।