এই মুহূর্তে জেলা

ভরা গ্রীষ্মেও জল যন্ত্রনা চুঁচুড়ার সুভাষনগরে।

সুদীপ দাস, ৪ মে:- শুধু বর্ষা নয়, ‘জল যন্ত্রনা’ এখন সারা বছরের সঙ্গী। প্রতিদিন জল ডিঙিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। অফিস- কাঁছারি, স্কুল-কলেজ কিংবা ঘরের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বেরনো মানেই জল ভাঙতে হবে চুঁচুড়ার কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগরের সুভাষনগর এলাকাবাসীরা। এই এলাকা থেকে কিছুটা দূর যেতেই রয়েছে হুগলী-চুঁচুড়া পৌরসভার অধীনে একমাত্র ভাগার। প্রতিদিন শহরের ময়লা আবর্জনার গাড়ি সুভাষনগরের উপর দিয়েই ভাগারে যায়।

একে তো ভাগারের দূর্গন্ধ তার উপর প্রতিদিন জল ডিঙানো নাভিশ্বাস অবস্থা এখানকার মানুষদের। স্থানীয়দের অভিযোগ সুভাষনগরের ঢালাই রাস্তা, পাকা নিকাশি হলেও পরিকল্পনার অভাবে তা হওয়ায় জল জমা থেকে রক্ষা মেলেনি। সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে রাস্তায়। আর বৃষ্টি না হলে গোড়ালি জল নিত্যদিনের সঙ্গী। এলাকাবাসীদের বক্তব্য এলাকার নিকাশি নালা পরিষ্কার হয় না। আর ভাগার ধার থেকে আবর্জনা উড়ে এসে এই নিকাশিতে পরে। ফলে নালার জল উপচে রাস্তায় ওঠে। এলাকার পঞ্চায়েত প্রধান শুক্লা চ্যাটার্জী বলেন পঞ্চায়েতের সীমিত ক্ষমতার মধ্যেই সুভাষনগরের মানুষ পরিষেবা পায়। তাই ওখানকার মানুষকেও বুঝতে হবে যাতে তাঁরা প্লাস্টিক ব্যাবহার বন্ধ করেন।