এই মুহূর্তে জেলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে হাওড়ায় বিজেপির চিত্র প্রদর্শনী।

হাওড়া, ৪ মে:- রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলা সদরের তরফ থেকে পঞ্চাননতলার জেলা সদর কার্য্যালয়ের সামনে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হাওড়া জেলা সদর বিজেপির সম্পাদক অজয় মান্না বলেন, গত বছর ২ মে ভোট-পরবর্তী হিংসায় আমাদের দলের ৫০ জনেরও বেশি কার্যকর্তা শহীদ হয়েছেন।

আজ এক বছর হয়ে গেল অথচ রাজ্য সরকার এখনও মানেননি যে ভোট পরবর্তী হিংসা হয়েছে এবং এত মানুষের মৃত্যু হয়েছে। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও সাধারণ মানুষকে জাগ্রত করতে ও যতদিন না পর্যন্ত এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে তার লড়াই আমাদের চলবে। বুধবার এই প্রদর্শনীর আয়োজন করা হয়।