এই মুহূর্তে জেলা

দিদির প্রতিশ্রুতি , ১৫ কোটি টাকা ব্যায়ে শতাধিক বছর পর নতুন রূপে সাজতে চলেছে মাহেশ।

সুদীপ দাস , ১০ জুন:- রাজ্য সরকারের উদ্যোগে ১৫ কোটি টাকা ব্যায়ে হুগলীর ঐতিহাসিক মাহেশে শুরু হলো উন্নয়ন যজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহেশে জগন্নাথ মন্দিরের আমূল সংস্কার করা হবে। সেইমত মাহেশের মূল মন্দির, মাসির বাড়ি, ভোগের ঘর সহ আশপাশের মন্দিরগুলির সংস্কারের কাজ শুরু হয়েছে। মন্দির কমিটির মতে প্রায় এক থেকে দেড়শো বছর পর মূল মন্দির সংস্কার করা হচ্ছে। এর আগে কোন সরকারই মাহেশের মন্দিরের কথা ভাবেনি। প্রসঙ্গত সমগ্র দেশের বিচারে পুরীর রথযাত্রার পরই ২য় বৃহৎ রথযাত্রা হিসাবে মাহেশ পরিগণিত হয়। রথ উৎসবে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যদিও কোভিড আবহে শেষ বছর কিংবা এবছরও তা সম্ভব হবে না। তবে কোভিড মিটতেই যে মাহেশের রথযাত্রা আবার পুরনো মহিমায় ফিরে আসবে তা বলার অপেক্ষা রাখে না। সেইমত রাজ্য সরকার মাহেশকে পর্যটন মানচিত্রে স্থান দিতে চলেছে বলে দাবী মন্দির কমিটির সদস্যদের।