কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরম ও বৃষ্টির অভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় জল সঙ্কটের মধ্যে পানীয় জল চুরির একাধিক অভিযোগ সামনে আসায় প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। জল চুরি ও জলের অপচয় রুখতে সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে। এই বিষয়ে অভিযোগ জানানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ নম্বর দু’টি হল ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬। আগামী কয়েক দিনের মধ্যেই গ্রামীণ এলাকায় দফতরের তরফে এই নম্বরগুলি জানিয়ে লিফলেট বিলি করা হবে। জল চুরির অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি পাইপ থেকে জল টেনে নেওয়ার মতো ঘটনা ঘটলে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি প্রতিরোধ আইনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।