এই মুহূর্তে জেলা

সোশ্যাল মিডিয়ার রাজনীতিবিদ আমি নই। আমি মাটিতে থাকা রাজনীতিবিদ , হাওড়ায় মন্তব্য কল্যাণের।

হাওড়া, ২৭ এপ্রিল:- “২০২৪ এর নির্বাচনে নরেন্দ্র মোদীকে যেতে হবে। এটা নিশ্চিত হয়ে গেছে। ২০১৯ এ প্রো নরেন্দ্র মোদী হাওয়া ছিল। এখন কিছু কাজের জন্য সারা দেশেই অ্যান্টি নরেন্দ্র মোদী হাওয়া হয়ে গেছে। বাংলাতেও বিজেপির অস্তিত্ব বলে কিছু নেই। ২০১৪, ২০১৯ এ নরেন্দ্র মোদির হাওয়ায় বিজেপি বাংলায় বেশ কিছু ভোট পেয়েছিল। তবে তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে ক্রমশই দেখা গেছে বিজেপি সেখানে পিছিয়ে যেতে বসেছে। বিজেপির বাংলায় অস্তিত্ব বলে কিছু নেই।” বুধবার সন্ধ্যায় হাওড়া ডোমজুড় বাসস্ট্যান্ডের কাছে এক ইফতার পার্টিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তাঁকে প্রশ্ন করা হয় বিজেপি সাংসদ অর্জুন সিং সম্প্রতি বেসুরো গাইছেন। তিনি দলে ফিরতে চাইলে তাঁকে কি দলে নেওয়া হবে ? এ প্রসঙ্গে কল্যাণবাবু বলেন, অর্জুন সিং বেসুরো গাইছে না সুরে গাইছে আমি বুঝিনা। আর তাঁকে দলে নেওয়া হবে কিনা সেটা আমি কি করে বলব। বিজেপির নেতাদের এখন হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ বলেন, হোয়াটস অ্যাপ আমি বুঝিনা। সোশ্যাল মিডিয়ার রাজনীতিবিদ আমি নই। আমি মাটিতে থাকা রাজনীতিবিদ। এদিনের ইফতার পার্টিতে বিধায়ক সীতানাথ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।