হাওড়া, ২৩ এপ্রিল:- বিষ খাইয়ে বধূকে হত্যার অভিযোগ। হাওড়া জেলা হাসপাতাল চত্বরেই জামাই সহ শ্বশুরবাড়ির লোকজনের উপর চড়াও হলেন বাপের বাড়ির লোকেরা। এই ঘটনার জেরে শনিবার দুপুরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রকাশ, এক গৃহবধূকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গৃহবধূর বাবার অভিযোগ, মেয়েকে খুন করেছে তার স্বামী। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্বামী। এদিন হাওড়া জেলা হাসপাতাল চত্বরেই দুই পক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে। হাতাহাতি বেধে যায়।
জামাই সহ শ্বশুরবাড়ির লোকজনের উপর চড়াও হয় বাপের বাড়ির লোকেরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মেয়ের উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। শনিবার সকালে লিলুয়া জগদীশপুর কয়ালপাড়ায় শ্বশুরবাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় গৃহবধূ পিংকি দেবনাথকে(২২) হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। বছর কয়েক আগে সালকিয়ার বাসিন্দা পিংকি অধিকারীর সঙ্গে বিয়ে হয় লিলুয়ার জগদীশপুর কয়ালপাড়ার বাসিন্দা গেঞ্জি কারখানার কর্মী শুভঙ্কর দেবনাথের। তাদের একটি বছর সাতেক বয়সের ছেলেও রয়েছে।