কলকাতা, ২২ এপ্রিল:- ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক এবার হতে চলেছে এই রাজ্যে। নিয়ম অনুযায়ী এই বৈঠকের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভাইস চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে ২৭ এপ্রিল নবান্ন সভাঘরে বসছে এই কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও ওডিশা নিয়ে গঠিত ইস্টার্ন জোনাল কাউন্সিল।
এই চার রাজ্যের মুখ্যসচিবরা এই স্ট্যান্ডিং কমিটিতে উপস্থিত থাকবেন। ওই বৈঠকে ঠিক হবে, চার রাজ্যের মধ্যে পারস্পরিক কী কী সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে কেন্দ্রের কী ভূমিকা রয়েছে। এছাড়াও কাউন্সিলের বৈঠকের দিনক্ষণ ঠিক হবে। উল্লেখ্য, আন্তঃরাজ্য সীমান্তে পরিবহন, নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে যে কোনও সমস্যার সমাধান করা হয় এই কাউন্সিলের বৈঠকে।