এই মুহূর্তে কলকাতা

স্বাস্থ্যক্ষেত্রে ৩৫০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।

কলকাতা, ২১ এপ্রিল:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৩৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। নারায়না গ্রুপ আরও ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। একইসঙ্গে রাজ্যে একটি হাসপাতাল গড়ার জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার চেয়ারম্যান চিকিৎসক দেবী শেঠি একথা জানিয়েছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে সম্মেলনে যোগ দিয়ে নারায়না গ্রুপের চেয়ারম্যান রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করেন। তিনি বলেন, আরও একটি হাসপাতাল গড়তে চেয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

জমির সন্ধান চলছে। তা পেলেই হাসপাতাল গড়ার কাজে হাত দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল সংস্থা তাদের তরফে বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ বাটানগরে আরও একটি হাসপাতাল সহ মেডিক্যাল কলেজ করার প্রস্তাব দিয়েছে। এছাড়া হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপের তরফে ৪৫০ কোটি, চার্ণক হাসপাতালের তরফে ২৫০ কোটি, মেডিকা হাসপাতালের তরফে ৩৮০ কোটি, JIS গ্রুপের তরফে ১০০০ কোটি ও উডল্যান্ড হাসপাতালের তরফে ৩০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানানো হয়েছে।