এই মুহূর্তে জেলা

তহবিলের টাকায় করা হচ্ছে না কাজ , জেলাশাসকের কাছে অভিযোগ লকেটের।


সুদীপ দাস, ১৮ এপ্রিল:- নিজের সাংসদ তহবিলের টাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে সোমবার বিকেলে হুগলীর জেলাশাসকের স্বারস্থ হলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন বিকেল চারটে নাগাদ কাজ না হওয়া প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজের হিসেব নিয়ে সাংসদ চুঁচুড়ায় হুগলীর জেলাশাসক দপ্তরে আসেন। সেখানে জেলাশাসক দীপাপ্রীয়া পি-এর সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে বেড়িয়ে এসে সাংসদ বলেন রাজ্যের তৃণমূল সরকার চক্রান্ত করে বিজেপি সাংসদদের

এলাকা উন্নয়ন তহবিলের টাকায় কাজ করতে দিচ্ছে না। লকেট চ্যাটার্জী বলেন কাজের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলেও বিভিন্ন অজুহাতে সেই কাজ শুরু করতে দেওয়া হচ্ছে না। তিনি একটি হিসেব দিয়ে বলেন তাঁর প্রায় সাড়ে ৩ কোটি টাকার কাজ আটকে রয়েছে। যার মধ্যে ১২টি অ্যাম্বুলেন্স রয়েছে। সাংসদের অভিযোগ তৃণমূল সাংসদরা শুধুমাত্র নিজেদের তহবিলের টাকায় কাজ করে মানুষের কাছে ভালো হতে চাইছেন। তাই আমাদের সাংসদদের কাজে বিভিন্নভাবে বাঁধার সৃষ্টি করছে তৃণমূল সরকার।