হাওড়া, ১৮ এপ্রিল:- সোমবার হাইকোর্টে বিচারপতি না আসায় পিছিয়ে গেল আনিস খান ‘হত্যা’ মামলার রায়দান। শারীরিক অসুস্থতার কারণে বিচারপতি এলেন না, নাকি পুলিশ মন্ত্রীর অঙ্গুলিহেলনে তিনি এলেন না সোমবার সেই প্রশ্ন তুললেন আনিস খানের বাবা সালেম খান। সিট তাঁর ছেলের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। বিচারপতি না আসায় সোমবার উচ্চ আদালতে আমতার আনিশ খান হত্যাকান্ডের রায়দান সম্পন্ন হলনা। আনিস খানের বাবা সালেম খান সাংবাদিকদের বলেন, আজকে হাইকোর্টে বিচারপতি বসলেন না। কেন বসলেন না আমি এর কি উত্তর দেব। তিনি শারীরিকভাবে অসুস্থ হলেন নাকি মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য চাপ দেওয়া হলো আমি জানিনা।
আজকে হয়তো বিচারপতি বসলেন না। কাল তো ওনাকে বসতে হবে বা দু চারদিন পর ওনাকে বসতে হবে। আমি এক সপ্তাহ দেখব। যদি দেখি বিচারপতি আসছেন না তাহলে ভাববো মুখ্যমন্ত্রীর চাপে উনি কোর্টে বসছেন না। এর জন্য আমি ফের সিবিআই চাইবো। সিবিআই যদি না দেয় তাহলে আমি আমার আইনজীবীদের সঙ্গে নিয়ে অন্য রাস্তা নেব। আমি জজ কোর্টেও যেতে পারি। বিচারপতি কেন বসলেন না আমি কি করে জানব। উল্লেখ্য, গত ১০ মার্চ সিট এর পক্ষ থেকে আনিশ হত্যাকান্ডের রিপোর্ট পেশ করার কথা থাকলেও সেইদিন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের পক্ষ থেকে সম্পূর্ণ রিপোর্ট পেশ না করায় আদালত ১৮ এপ্রিল পর্যন্ত সময় দেয়। সোমবার সেই মামলায় আদালতের নির্দেশের দিকে তাকিয়ে ছিলো আনিসের পরিবার সহ আমতার সারদা দক্ষিণ খাঁপাড়ার গোটা গ্রামের মানুষ। কিন্তু এদিন বিচারপতি না আসায় হতাশ আনিশের বাবা সালেম খান।