হাওড়া, ১০ এপ্রিল:- রামনবমী উপলক্ষে রবিবার সকালে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে র্যালির আয়োজন করা হয় হাওড়ায়। মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের খুরুট মোড় থেকে শুরু হয় এই র্যালি। র্যালি আসে রামচরণ শেঠ রোডের রামরাজাতলা মন্দির পর্যন্ত। এরপর মন্দিরে তাঁরা পুজো দেন। বিজেপির দলীয় কর্মসূচি না হলেও এদিন উমেশ রাই, অম্বুজ শর্মা, নবকুমার দে, শিবশঙ্কর সাধুখাঁ ( বাবুসোনা ) সহ হাওড়ার একাধিক বিজেপি নেতৃত্বকে র্যালিতে অংশ নিতে দেখা যায়।
