হাওড়া, ১০ এপ্রিল:- শনিবার রাতে রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া জেলা হাসপাতাল চত্বর। ঘটনার জেরে হাসপাতালের কর্তব্যরত দুই চিকিৎসককে নিগ্রহের ঘটনা ঘটে। জখম হন ডাক্তার নবারুণ মজুমদার সহ দুই চিকিৎসক। তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালেই ভর্তি করা হয়। এদিকে, পুলিশ ঘটনাস্থলে এসে মৃতের ছেলে রোহিত দে’কে গ্রেপ্তার করে। চিকিৎসার গাফিলতির ওই রোগীর মৃত্যু হয়েছে এই দাবিতে রোগির পরিবার হাসপাতালে চিকিৎসকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। ইসিজি মেশিন তুলে চিকিৎসকদের লক্ষ্য করে ছোঁড়া হয়। চিকিৎসক নিগ্রহের ঘটনায় হাওড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে
ধৃতকে রবিবার হাওড়া আদালতে তোলা হয়। জানা গেছে, সরকারি হাসপাতালের দুই চিকিত্সককে মারধরের অভিযোগ ওঠে মৃতের ছেলে রোহিতের বিরুদ্ধে। রাতেই রোহিতকে গ্রেপ্তার করে হাওড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার লিলুয়া থানা এলাকার বাসিন্দা কার্তিক দে বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকায় বৃহস্পতিবার তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। এরপরই চিকিৎসার গাফিলতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। অভিযোগ, দুই চিকিত্সকের উপর হামলা চালায় মৃতের ছেলে রোহিত। গুরুতর জখম হন দুই চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রাতেই অভিযুক্ত রোহিতকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।