এই মুহূর্তে জেলা

হাওড়ায় পুলিশ সুপার অভিযোগ কাণ্ডে মীনাক্ষী মুখার্জি সহ ছয় জনের হাওড়া আদালতে শুনানি ছিল আজ।

হাওড়া, ৪ মার্চ:- আনিস খানের ঘটনা নিয়ে হাওড়ার এসপি অফিস অভিযান-কান্ডে মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জনের আজ হাওড়া আদালতে শুনানি ছিল। সেই শুনানি প্রক্রিয়ায় বিশিষ্ট বাম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এদিন সওয়াল জবাব করেন। পরে তিনি জানান, মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা আদালত খতিয়ে দেখবে। আহত পুলিশ কর্মীদের আঘাত তেমন কিছু গুরুতর নয়।

আদালতের উপর তাঁর পূর্ণ বিশ্বাস আছে। উল্লেখ্য, আনিস হত্যার প্রতিবাদে কয়েক দিন আগে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই হাওড়ার পাঁচলায় এক প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল। সেখানেই পুলিশের হাতে গ্রেপ্তার হন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ মোট ১৬ জন। এর আগেও হাওড়া আদালতে এদের তোলা হলে জামিন মেলেনি। দিনের শেষে ফের জেল হেফাজতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। আজ আরেকবার মীনাক্ষী সহ এই ১৬ জনের জামিনের জন্য আবেদন করা হয়।