হুগলি, ৯ এপ্রিল:- টোটোর ব্যাটারি চোরের উপদ্রব কানাইপুর জুড়ে, চোরের উপদ্রব এ ঘুম উড়েছে কানাইপুরের মানুষের, দীর্ঘদিন ধরে কানাইপুরের বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে টোটার ব্যাটারি, প্রত্যেক ব্যাটারি আনুমানিক দাম প্রায় দশ হাজার, এই চুরি গুলির পিছনে বড় দল রয়েছে বলে অনুমান বাসিন্দাদের, ব্যাটারি চোরের উপদ্রব এ মাথায় হাত টোটার চালকদের ও তাদের পরিবারের
শুক্রবার রাতে বাসাই অটো স্ট্যান্ড এলাকা থেকে চুরি গেলো ছয়টি টোটার ব্যাটারি, যার আনুমানিক মূল্য ষাট হাজার টাকা, এই চুরির ঘটনার কোনো কিনারা করতে পারছে না পুলিশ, এদিন চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কানাইপুর ফাঁড়ির পুলিশ। এলাকার সিসি টিভি ক্যামেরার ছবি দেখে তদন্ত হবে বলে জানায় পুলিশ। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে এলাকার মানুষ।