এই মুহূর্তে খেলাধুলা

বৃহস্পতিবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব ,আইসিসির হাইভোল্টেজ বৈঠকে থাকছেন মহারাজ।

 

স্পোর্টস ডেস্ক , ২৭ মে:- আগামী দিনে ক্রিকেটের ভবিষ্যত রূপরেখা নির্ধারণ করতে বৃহস্পতিবার হাইভোল্টেজ বৈঠকে বসছে আইসিসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে বৈঠকে যোগ দেবেন বিশ্বের ক্রিকেটে অংশগ্রহণকারী সমস্ত দেশের বোর্ডের প্রতিনিধিরা। আর সূত্রের খবর এই বৈঠকে বিসিসিআই এর পক্ষ থেকে বোর্ড সচিব জয় শাহ নয়। বৈঠকে স্বয়ং যোগ দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যার মধ্যে সর্বাধিক আলোচ্য বিষয় অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত। কারণ মার্ক টেলরের মতো প্রাক্তন অস্ট্রেলীয় তারকা বলছেন, বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মনে করা হচ্ছে, বৃহস্পতিবারের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। চলতি বছরে অজিভূমে টি-২০ বিশ্বকাপ আয়োজনের কথা। যদিও করোনা পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কারণ বিশ্বকাপ খেলতে ১৫ টি দেশ অস্ট্রেলিয়ায় আসবে। যা শিডিউল রয়েছে, তাতে মোট সাতটা ভেনুতে ৪৫ ম্যাচ হওয়ার কথা। করোনা পরবর্তী পরিস্থিতিতে ট্রাভেলের ব্যাপারটা বেশ কঠিন হয়ে যেতে পারে। তা অস্ট্রেলিয়া সরকার অনুমতি দেবে কিনা সেই নিয়ে রয়েছে সংশয়। তাই অস্ট্রেলিয়া চাইছে বিশ্বকাপ একবছর পিছিয়ে ২০২১ সালে নিজেদের দেশে আয়োজন করতে। তবে ২০২১ সালে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজনের কথা। তাই ভারত বিশ্বকাপ ছাড়তে নারাজ। তাই এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে বৈঠকে।

There is no slider selected or the slider was deleted.

বৃহস্পতিবারের বৈঠকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আইপিএল। সাম্প্রতি যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়ায় অক্টোবরে টি-২০ বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে বিশ্বকাপ বাতিল হয়ে গেলে ওইসময় বিসিসিআই চেষ্টা করবে আইপিএল করার। কারণ টানা লকডাউনের জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে আইপিএল না হলে বিসিসিআই আরও বিপুল অঙ্কের আর্থিক লোকসানের সম্মুখীন হবে। তাতে যে কোনও উপায়ে আইপিএল আয়োজন করতে মরিয়া ভারতীয় বোর্ড। একইসঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ সবকিছুই থাকছে বৃহস্পতিবার আইসিসি বৈঠকের অ্যাজেন্ডায়। যেমন এই বৈঠকে এশিয়া কাপ নিয়ে জোর সওয়াল করতে পারে পাক ক্রিকেট বোর্ড।সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতি, মনে হয় না সেটা আর সম্ভব হবে। পিসিবি (PCB) অবশ্য চাইছে টুর্নামেন্ট করতে। না হলে তাদেরও একটা বড়সড় আর্থিক ক্ষতির সামনে পড়তে হবে। কিন্তু ভারতীয় ক্রিকেটমহলের অন্দরে খবর এশিয়া কাপ নয়, এখন সবচেয়ে বড় চিন্তা দুটো টুর্নামেন্ট নিয়ে। বিশ্বকাপ আর আইপিএল। করোনার প্রভাবে মার্চ থেকে ক্রিকেট বন্ধ। ইংল্যান্ড সিরিজের মাঝপর্বেই ফিরে এসেছে শ্রীলঙ্কা থেকে। আগামী জুলাইয়ে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, ওই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে। কিন্তু মুশকিল হল, সামনের বছর আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হওয়ার কথা। কিন্তু যা পরিস্থিতি সেটা হয়তো পিছিয়ে দিতে হবে। কারণ বেশিরভাগ টিমগুলোর বেশ কিছু সিরিজ রয়েছে। ফলে বৈঠকে সেই সমস্ত সিরিজগুলো রি-শিডিউল করা নিয়ে আলোচনা হবে। তেমনই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে যে ত্রিপাক্ষিক সিরিজ করার ভাবনা রয়েছে, সেই প্রসঙ্গও বৈঠকে উঠতে পারে। সবমিলে করোনা পরবর্তী সময়ে কী ভাবে ক্রিকেট ফিরবে সেই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।