কলকাতা, ৭ এপ্রিল:- আগামী মাসে আরেক দফায় রাজ্যে দুয়ার সরকার কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। তিনি বলেন,“দুয়ারে সরকারের মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে। এই প্রকল্প চলবে। আবার ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে। ৫ মে আমাদের তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি। তাই ওই দিন থেকে দুয়ারে সরকার যেমন চলবে, তেমনই অন্য়ান্য কর্মসূচি, প্রদর্শনী, মেলাও চলবে”।
সরকারের প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন,“আমরা বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তা সম্পূর্ণ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকারের মতো যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন করেছি”। এর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছে। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন।